রাজকুমারী কেটের প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১৬ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগ্রহিত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় রাজকুমারী কেট মিডলটনের প্রশংসা করে তাকে ‘খুব সুন্দর’ বলে অভিহিত করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প বুধবার (১৭ সেপ্টেম্বর) উইন্ডসর ক্যাসেলে পৌঁছান, যেখানে প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেট তাদের স্বাগত জানান।
এ অনুষ্ঠানে রাজকুমারী কেট ট্রাম্পের সাথে করমর্দন করলে তিনি বলেন, ‘তুমি খুব সুন্দর, খুব সুন্দর’। ৪৩ বছর বয়সী রাজকুমারী কেটকে মেরুন পোশাক, ম্যাচিং টুপি এবং পার্স পরে বিনয়ের সাথে হাসতে দেখা গেছে, তার সাথে ছিলেন কালো স্যুট পরা প্রিন্স উইলিয়াম। পরে ট্রাম্প এবং মেলানিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান রাজা চার্লস এবং রানী ক্যামিলা।
এসময় উইন্ডসর ক্যাসেলের পূর্ব লন এবং লন্ডন টাওয়ার থেকে গান স্যালুট দেয়া হয়। মার্কিন প্রেসিডেন্ট এবং তার স্ত্রী রাজা এবং রাণীর সাথে একটি গাড়িতে উইন্ডসর ক্যাসেল ভ্রমণ করেন। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দুই দিনের সফরে যুক্তরাজ্যে রয়েছেন।
