ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২১:৫৭:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আফগান বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

আফগান বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ

আফগান বিশ্ববিদ্যালয়ে নারীদের লেখা বই নিষিদ্ধ

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয় লেভেলে নারীদের লেখা বই নিষিদ্ধ করা হয়েছে। যৌন সহিংসতা ও মানবাধিকার সংক্রান্ত পাঠ্যসূচিও বাদ দেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদেন বলা হয়, মোট ৬৮০টি বইকে ‘উদ্বেগজনক’ বলে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ১৪০টি বই নারী লেখকদের লেখা। এই তালিকায় ‘সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি’ নামের বইও রয়েছে। তালেবানের ভাষ্য, এসব বই ‘শরীয়াহ ও সরকারের নীতির পরিপন্থী’। 

বিশ্ববিদ্যালয়গুলোতে নির্দেশনা দেওয়া হয়, তারা ১৮টি বিষয় পড়াতে পারবে না। এগুলোর সবকটিই নারী বিষয়ক যেমন— ‘জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট’, ‘দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন’ এবং ‘উইমেন’স সোসিওলজি’। তালেবান সরকারের দাবি, এসব বিষয় ‘শরিয়াহ ও সরকারের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

চার বছর আগে আফগান গনিকে সরিয়ে ক্ষমতায় বসে তালেবানরা। এর পর একাধিক বিধিনিষেধ আরোপ করেছে তারা। সর্বশেষ গত সপ্তহেই দেশটির অন্তত ১০টি প্রদেশে ফাইবার-অপটিক ইন্টারনেট বন্ধ করা হয়েছে। তাদের দাবি, ‘নৈতিকতা রক্ষায়’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

এর আগে আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা সীমিত করেছে তালেবান।