সুপার ফোরে বাংলাদেশ, কালই প্রথম ম্যাচ
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২০ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
চলমান এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। চারটি দল নিশ্চিত হয়ে যাওয়ায় চূড়ান্ত হয়ে গেছে সূচি।সে অনুযায়ী, আগামীকালই মাঠে নামছে টাইগাররা।
গতকাল বৃহস্পতিবার আফগানদের বিদায়ে পাশাপাশি ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সুপার ফোরে পা রাখে। এর আগের দিনই নিশ্চিত হয়ে যায় ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠা দল। সেখানে অবশ্য খুব একটা লড়াই জমেনি। ভারতের পর শেষ চারে ওঠা পাকিস্তান যদিও কিছুটা ভুগেছে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
ওমানের বিপক্ষে আজ শেষ ম্যাচ খেলবে ভারত। আগের দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট পাওয়া সূর্যকুমার যাদবদের নেট রানরেটও অনেক বেশি (৪.৭৯৩)। একই গ্রুপে পাকিস্তান হেরেছে কেবল ভারতের কাছে। ওমান ও আমিরাতকে হারিয়ে ৪ পয়েন্ট ও ১.৭৯০ নেট রানরেট নিয়ে সালমান আলি আগার দল দুইয়ে রয়েছে। ওমান দুই ম্যাচই হারায় তাদের আর কোনো সুযোগ নেই, ৩ ম্যাচ খেলে আমিরাত হেরেছে দুটিতে।
‘বি’ গ্রুপে অপরাজেয় থেকেই প্রথম পর্ব শেষ করেছে গত এশিয়া কাপের রানার্সআপ শ্রীলঙ্কা। ৩ ম্যাচে তারা যথাক্রমে হংকং, বাংলাদেশ ও আফগানিস্তানকে হারিয়েছে
তারিখ প্রতিপক্ষ ভেন্যু
২০ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা দুবাই
২১ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান দুবাই
২৩ সেপ্টেম্বর পাকিস্তান-শ্রীলঙ্কা আবুধাবি
২৪ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত দুবাই
২৫ সেপ্টেম্বর বাংলাদেশ-পাকিস্তান দুবাই
২৬ সেপ্টেম্বর ভারত-শ্রীলঙ্কা দুবাই
২৮ সেপ্টেম্বর ফাইনাল দুবাই
