ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৪:১৫:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কত টাকা কেজিতে বাংলাদেশি ইলিশ পাচ্ছে ভারতীয়রা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম দফায় এক হাজার একশ বিরানব্বই কেজি ইলিশ পাঠানো হয়েছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে।
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে মোট বারো শত মেট্রিক টন ইলিশ ভারতে পাঠানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, তার অংশ হিসেবেই এই চালান যায়। আখাউড়া বন্দর দিয়ে প্রায় নব্বই মেট্রিক টন ইলিশ পাঠানোর লক্ষ্য রয়েছে।
রপ্তানিকারক সূত্রে জানা গেছে, প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে বারো দশমিক পাঁচ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার পাঁচ শত পঁচিশ টাকার সমান। প্রতিটি ইলিশের ওজন গড়ে প্রায় এক কেজি। প্রথম চালান পাঠিয়েছে মাহতাব এন্টারপ্রাইজ; সিএন্ডএফ এজেন্টের দায়িত্বে ছিল কনস্ট্রাকশন নামের প্রতিষ্ঠান।
আগামী পাঁচ অক্টোবরের মধ্যে আরও কয়েকটি প্রতিষ্ঠান বাকি ইলিশ রপ্তানি করবে।
আখাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম জানান, রপ্তানির আগে মাছের তাপমাত্রাসহ প্রয়োজনীয় মান যাচাই করে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম সম্পন্ন করবে বন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।