টাফেলের আম্পায়ারিং ক্লাসে জেসি
ক্রীড়া প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৪:১২ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার
ছবি : সংগৃহীত
বাংলাদেশের আম্পায়ারদের মান উন্নয়নে কাজ শুরু করেছেন সাইমন টাফেল। আইসিসির সাবেক এলিট প্যানেলের আম্পায়ারের সঙ্গে বিসিবি এ বিষয়ক চুক্তি করে কাজও শুরু করেছেন।
এরই মধ্যে দেশের অনেক আম্পায়ারের সঙ্গে নানা বিষয় নিয়ে কাজ করেছেন টাফেল। নারী আম্পায়ার সাথীরা আক্তার জেসিও ছিলেন ক্লাসে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার ক্লাসে ছিলেন নারী ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিংয়ের সুযোগ পাওয়া প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার সাথিরা জাকের জেসি।
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অনুশীলনে হাজির হয়ে ম্যাচের মতো পরিবেশ তৈরি করে প্রাকটিক্যাল ক্লাস করেন তিনি।
