বাংলাদেশের জার্সি পরে টাইগারদের শুভকামনা জানালেন হানিয়া
ক্রীড়া প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৩৬ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি : সংগৃহীত
টাইগারদের প্রতি সমর্থন জানালেন পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। গত শনিবার বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন তিনি।
ছবিতে দেখা যায়, হানিয়া বাংলাদেশ দলের জার্সি পরে হাতে ‘Bangla Tigers লেখা পতাকা ধরে আছেন। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, এসো বাংলা টাইগার্স”।
যদিও ছবিটি আসল নয়। মূলত এটি তৈরি করা হয়েছে এআইয়ের সাহায্যে। হানিয়ার এ শুভেচ্ছা বার্তায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। মাত্র কয়েক ঘণ্টায় পোস্টটিতে ৬৫ হাজারেও বেশি প্রতিক্রিয়া পড়েছে, মন্তব্য করেছেন হাজারো ভক্ত।
