শীর্ষ মাদক সম্রাজ্ঞী রুনা ৩ সহযোগীসহ গ্রেফতার
টঙ্গী শিল্পাঞ্চল (গাজীপুর) প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৫ এএম, ২২ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে মাদকের গোডাউন খ্যাত কেরানিরটেক বস্তির শীর্ষ মাদক সম্রাজ্ঞী রুনা বেগম (৩০) ও তার তিন সহযোগীকে ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে তাদের কেরানিরটেক বস্তি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রুনা বেগম কেরানিরটেক বস্তি এলাকার চিহ্নিত মাদক কারবারি আব্দুল কাদিরের মেয়ে। সহযোগী তিনজন হলেন- একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে আলপিন ওরফে সুমন (২০), মৃত জাহিদুলের ছেলে তারেক (২০) ও আনোয়ারের ছেলে সুজন (৩৪)।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের হিমারদিঘী আমতলী কেরানীরটেক বস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই এলাকার চিহ্নিত মাদক সম্রাজ্ঞী রুনা বেগম ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয় ৭০ গ্রাম হিরোইন ও ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
