ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৮:১২:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

জারাকে কটূক্তি : যা বললেন রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার সঙ্গে নিউইয়র্ক সফরে গিয়ে বিমানবন্দরে ডিম নিক্ষেপের শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকেও গালমন্দ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত আওয়ামী লীগের উচ্ছৃংখল সমর্থকরা গতরাতে এ ঘটনা ঘটিয়েছে। 

এ ঘটনা রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কর্মসূচি দিয়েছে এনসিপি।

নিউইয়র্কের এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে লিখেছেন- প্রধান উপদেষ্টার সফরসঙ্গী! কিন্তু রাজনীতিকরা কেন নিরাপত্তা পেলো না? কেন স্বার্থপরের মত তিনি ও তার সরকারি কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে বের হয়ে গেলেন? 

এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করে অপদস্ত করা হয়েছে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনীম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে! 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তুইতোকারি করা হয়েছে! উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে কৌশলে সেভ করেছে! বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা কি সংঘর্ষ এড়াতে দূরে অবস্থান করছিলেন? 

রাশেদ আরও লেখেন, ৩ টা দলের প্রতিনিধিদের সরকার আমন্ত্রণ করলো, আর চলে গেলেন। আপনারা বাকি দলগুলোকে দল মনে করেন না? সারাদিন মুখে ইনক্লুসিভ সমাজব্যবস্থার কথা বলে আপনারাই ডিসক্রিমিনেশন তৈরি করেন! এটা স্বার্থপর মার্কা রাজনীতি! তাই প্রধান উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তা, প্রতিটা দল ও তাদের প্রতিনিধিরা 'ইয়া নাফসি' করতে করতে বিদায় নিয়েছে! সবাই সবার স্বার্থ দেখেছে। ক্ষমতার স্বার্থে আওয়ামীলীগ ও তাদের দোসরদের ন্যূনতম স্পেস দেওয়ার পরিণতি সকলকে এভাবেই ভোগ করতে হবে। ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার আওয়ামীলীগ ও তার দোসরদের নির্মূল নয় বরং পুনর্বাসন করেছে। এর খেসারত শিগগিরই দিতে হবে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব মহলকে! আওয়ামী লীগ কতোটা হিংস্র, এটা আপনাদের কল্পনার বাইরে!