ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২২:০৪:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আমিরাতকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলার মেয়েরা

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৯:২৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

প্রতিপক্ষকে বিশাল ব্যবধানে হারানো বাংলাদেশের মেয়েদের যেন স্বভাব হয়ে দাড়িয়েছে। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে দুইটি খেলায় জয়ের পর আজ শুক্রবার টানা তৃতীয় জয় তুলে নিল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

 

বাংলার মেয়েরা প্রথমার্ধে ৫ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মাঠ ছেড়েছে ৭-০ ব্যবধানে জয় নিয়ে। দিনের প্রথম ম্যাচে ভিয়েতনাম ৭ গোলে জয়ের পর গ্রুপ শীর্ষে ওঠার জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৮ গোল। ৭-০ গোলে জেতায় ভিয়েতনামের সঙ্গে পয়েন্ট ও গোল গড় সবই সমান হয়ে গেল বাংলাদেশের।

 

ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি থেকে গোলে করে দলকে এগিয়ে দেয় শামসুন্নাহার। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আনুচিং মগিনি। যমজ দুই বোন আনাই মগিনি ও আনুচিং মগিনির অসাধারণ কম্বিনেশনে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে যায় ৩৫ মিনিটে।

 

ডান দিক দিয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ক্রস নেন আনাই। তার বোন আনুচিং হেডে গোল করেন। দুই মিনিট পর হ্যাট্রিক পূরণ করেন আনুচিং। প্রথমার্ধের ইনজুরি সময়ে আমিরাতের আত্মঘাতী গোলে বাংলাদেশ এগিয়ে যায় ৫-০ গোলে।

 

দ্বিতীয়ার্ধে কিছুতেই গোল পাচ্ছিল না বাংলাদেশ। ৭১ মিনিটে আনাই মগিনি খরা কাটায়। বাংলাদেশ সপ্তম গোল করে ইলামনি। এ নিয়ে বাংলাদেশ ৩ ম্যাচে ৯ পয়েন্ট এবং ২৫ গোল করে সমান অবস্থানে ভিয়েতনামের।


রোববার ভিয়েতনামের সঙ্গে লড়বে বাংলাদেশের মেয়েরা।