নারীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৫৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ছবি : সংগৃহীত
সখীপুরে প্রেম ও বিয়ের সম্পর্ক অস্বীকার করে এক নারীকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় বাজাইল গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– ভুক্তভোগীর স্বামী আবদুর রশিদ, তাঁর বাবা আব্বাস উদ্দিন, মা চন্দ্র ভানু। আহত রোজিনা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় থানায় মামলা করেন রোজিনার বাবা।
জানা গেছে, বহুরিয়া ইউনিয়নের হারিঙ্গাচালা গ্রামের রোজিনা আক্তারের (২৭) সঙ্গে হতেয়া রাজাবাড়ি ইউনিয়নের বাজাইল গ্রামের আবদুর রশিদের (২৪) প্রেমের সম্পর্ক চলছিল। পরে তারা আদালতে গিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর আবদুর রশিদ তাঁর বিভিন্ন আত্মীয়ের বাড়িতে রোজিনাকে নিয়ে বেড়াতে যান। পরে রোজিনা বধূবেশে শ্বশুরবাড়িতে উঠতে চাইলে সম্পর্ক অস্বীকার করেন রশিদ। গত বৃহস্পতিবার স্ত্রীর মর্যাদা চেয়ে বিয়ের কাগজপত্র নিয়ে রশিদের বাড়িতে গেলে রোজিনাকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে গত বৃহস্পতিবার বিকেলেই রোজিনার বাড়ির লোকজন তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রোজিনা বলেন, ‘আমার কাছে কোর্ট ম্যারিজের কাগজপত্র, ভিডিও ও ছবিসহ আরও বেশ কিছু প্রমাণ আছে। ওরা আমাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে সবকিছু কেড়ে নিয়েছে।’
থানা হাজতে থাকা অবস্থায় আবদুর রশিদ সমকালকে জানান, ওই নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে তাঁর সম্পর্ক হয়। পরে বেড়াতে গেলে তাঁকে আটকিয়ে মোবাইল ফোন ও টাকা-পয়সা কেড়ে নিয়েছে। একপর্যায়ে উকিল ডেকে এনে জোর করে কাগজে সই নিয়েছে। রোজিনা বাড়িতে এসে ফাঁসি দিতে চেয়েছিল। এ কারণে তাঁকে বেঁধে রাখা হয়েছিল।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) এসএম আবুল কাশেম বলেন, ‘অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।’
