জাপানে নয়, চট্টগ্রামে মেয়েদের `এক্সক্লুসিভ` ক্যাম্প
ক্রীড়া প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৫৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রবিবার
ছবি : সংগৃহীত
আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। পরের মাসে থাইল্যান্ডে হতে যাওয়া অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপেও অংশ নেবে লাল সবুজের মেয়েরা। এই দুটি টুর্নামেন্ট সামনে রেখে জোর প্রস্তুতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
মেয়েদের দুটি এশিয়ান কাপ সামনে রেখে চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ক্যাম্প করছেন পিটার বাটলার। প্রাথমিকভাবে ৪৩ জনের স্কোয়াড ঘোষণা করা হয়। তবে আজ ক্যাম্পের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ২৯ ফুটবলার এবং কোচিং স্টাফ।
বাফুফে ভবনে এক সংবাদ ব্রিফিংয়ে ক্যাম্প নিয়ে সাংবাদিকদের অবহিত করেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। কাল থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত। পরের দিন ঢাকায় ফিরবেন আফঈদা খন্দকাররা।
ডাক পাওয়া ৪৩ জনের মধ্যে ভুটানে আছেন ১০ জন। চারজন আছে অনূর্ধ্ব-১৭ দলে। ভুটানে লিগ খেলা ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দারা দেশে আসবেন ১৮ অক্টোবর।
চট্টগ্রামের এই ক্যাম্পকে এক্সক্লুসিভ বলে অভিহিত করেছেন নারী উইংয়ের চেয়ারম্যান। সেখানে থাকা, খাওয়া ও ট্রেনিং ব্যবস্থা উন্নতমানের বলেই এমনটা দাবি করেন তিনি, 'আমরা মেয়েদের জন্য ২০ দিনের একটা এক্সক্লুসিভ ক্যাম্পের ব্যবস্থা করেছি। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে এটা হবে।'
যদিও মেয়েদের ক্যাম্প জাপানে হতে পারে বলে এ মাসের প্রথম দিকে বলেছিলেন কিরন।
জাপানে না হওয়ার ব্যাপারে কিরণ বলেন, 'আমরা জাপানে ট্রেনিংয়ে ব্যবস্থা করছিলাম। কিন্তু ফিফা উইন্ডোর কারণে সেটি হচ্ছে না। ওরা আমাদের নভেম্বরের ২০ থেকে ৩০ তারিখের পর সময় দিতে চেয়েছে, ওই সময়ে আমরা দেশে ট্রাইনেশন খেলব। ম্যাচ করতে না পেরে বাতিল করেছি জাপান সফর।'
৪৩ জনের স্কোয়াডে বিদ্রোহ করা ৫ ফুটবলার সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সুমাইয়া মাতসুশিমা, কৃষ্ণারানী সরকার, সানজিদা আক্তারদের জায়গা হয়নি। তাদের নিয়ে অবশ্য মন্তব্য করেননি কিরন। এটা কোচের পার্ট বলে এড়িয়ে যান তিনি।
