ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৯:০৫:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খাগড়াছড়িতে ১৪৪ ধারা বহাল, থমথমে জনজীবন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৩ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার

ছবি: সংগ্রহিত।

ছবি: সংগ্রহিত।

খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া একটি শোকাবহ ঘটনার পর পুরো জেলা যেন স্থবির হয়ে গেছে। সিঙ্গিনালায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ জনতা প্রতিকার চেয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধে নেমেছে। এ পরিস্থিতিতে জেলা থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে গেছে। অভ্যন্তরীণ সড়কগুলোও জনশূন্য হয়ে পড়েছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে, যখন ওই কিশোরী প্রাইভেট পড়ার পর ফেরার পথে দলবদ্ধভাবে ধর্ষণের শিকার হন। রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে একটি ক্ষেত থেকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে “জুম্ম ছাত্র-জনতা” নামে একটি সংগঠন জেলা জুড়ে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ঘোষণা করে।

অবরোধের তৃতীয় দিনে খাগড়াছড়ি জেলা ও গুইমারা উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রোববার গুইমারায় বিক্ষোভ ও সহিংসতায় তিনজন স্থানীয় নিহত হন। আহত হয়েছেন অন্তত ২০ জন, যার মধ্যে ১৩ জন সেনাসদস্য ও ৩ জন পুলিশ কর্মকর্তা। জেলার বাজার ও আশপাশে সব দোকানপাট বন্ধ রয়েছে। প্রয়োজনীয় কাজে যারা বের হচ্ছেন, তাদের নিরাপত্তা বাহিনী জিজ্ঞাসাবাদ করছে।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর থেকে অবরোধকারীরা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং করছেন। অবরোধের জন্য জেলা জুড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ করা যায়। শনিবার দুপুর ২টা থেকে খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। একই সঙ্গে গুইমারা উপজেলায়ও এই ধারা বজায় রাখা হয়েছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী জানান, জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে এবং অবরোধ ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে তৎপর রয়েছে। তিনি বলেন, অবরোধ চলাকালীন জেলা জুড়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ ঘটনার ফলে খাগড়াছড়ির পাহাড়ী জনজীবন স্থবির হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও পরিবহণ সবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতার পরও সাধারণ মানুষ আতঙ্কিত। জনজীবন স্বাভাবিক করতে অবরোধ ও সহিংসতার দ্রুত সমাধান প্রয়োজন।