ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৮:৫৯:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মর্গে পড়ে আছে ২ নারীর অজ্ঞাত লাশ

সাতক্ষীরা প্রতিনিধি 

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২১ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পড়ে আছে দুই নারীর অজ্ঞাত লাশ। এদের একজন সড়ক দুর্ঘটনায় এবং অপরজন অসুস্থ অবস্থায় মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে সড়ক দুর্ঘটনায় আহত এক অজ্ঞাতপরিচয় নারীকে (৭০) সদর হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।

পথচারী ও পালাশপোল এলাকার মৃত কাজী মুবিনের ছেলে সম্রাট জানান, শহরের ঋশিল্পী সংলগ্ন আব্বাস গার্ডেন এলাকায় ওই নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

অপরদিকে, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০মিনিটে আরেকজন অজ্ঞাতপরিচয় নারীকে (৫০) অসুস্থ অবস্থায় সদর হাসপাতালে আনা হয়। এর মাত্র ১০মিনিট পরই তিনি মারা যান। শহরের ইটাগাছা এলাকায় অসুস্থ হয়ে রাস্তায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। অন্যথায়, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মমতাজ মজিদ বলেন, ‘দুইজন নারীকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।’