ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২০:৫৪:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু আজ

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:২৯ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আট দলের অংশগ্রহণে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আজ (৩০ সেপ্টেম্বর)। রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়, বাকি সব ম্যাচ ভারতের বিভিন্ন ভেন্যুতে।

নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। লিগপর্ব শেষে শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে, সেখান থেকে নির্ধারিত হবে ফাইনালের দুই দল।

বাংলাদেশের নিগার সুলতানাদের প্রথম ম্যাচ ২ অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান। এরপর পর্যায়ক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ভারতের মুখোমুখি হবে লাল-সবুজরা।

বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের ম্যাচসূচি: 

২ অক্টোবর
বাংলাদেশ বনাম পাকিস্তান
কলম্বো
দুপুর সাড়ে ৩টা

৭ অক্টোবর
বাংলাদেশ বনাম ইংল্যান্ড
গোয়াহাটি
দুপুর সাড়ে ৩টা

১০ অক্টোবর
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
গোয়াহাটি
দুপুর সাড়ে ৩টা

১৩ অক্টোবর
বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা
বিশাখাপত্তম
দুপুর সাড়ে ৩টা

১৬ অক্টোবর
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া
বিশাখাপত্তম
দুপুর সাড়ে ৩টা

২০ অক্টোবর
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
ডি ওয়াই পাতিল
দুপুর সাড়ে ৩টা

২৬ অক্টোবর
বাংলাদেশ বনাম ভারত
ডি ওয়াই পাতিল
দুপুর সাড়ে ৩টা