গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের কিশোরীরা
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৯:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
ফাইল ছবি
ভিয়েতনামকে ২-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। আজকের ম্যাচটি ছিল শ্রেষ্ঠত্বের লড়াই। সমান পয়েন্ট ও সমান গোলগড় থাকায় দুই দলই ছিল সমান আত্মবিশ্বাসী। তবে বাংলার মেয়েরা ভিয়েতনামকে হারিয়ে প্রমাণ করল তারাই ফেভারেট।
বাংলাদেশ জয়ের ধারা ধরে রেখে অপরাজিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠল। জয়সূচক গোল দুইটি করেছেন তহুরা খাতুন ও আঁখি খাতুন।
আজ রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় এই দু দেশের মেয়েরা। ম্যাচের শুরু থেকেই দাপুটে মেজাজে ছিল বাংলাদেশ। ভিয়েতনামের মেয়েরা রক্ষণাত্মক খেলা খেলেন। একের পর এক আক্রমণ করেও স্বাগতিক মেয়েরা গোলের দেখা পায় ৪৫ মিনিটে।
প্রথমার্ধের শেষ মিনিটে তহুরার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আনাই মগিনির ক্রসে ভিয়েতনামের গোলরক্ষক দাও থি ফ্লাইট মিস করলে জটলা থেকে শট নেন শামসুন্নাহার। গোললাইনের কাছ থেকে তহুরা হেড করে বল জালে পাঠান।
ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৬৩ মিনিটে বাম প্রান্ত থেকে অধিনায়ক মারিয়া মান্ডার কর্নারে শামসুন্নাহার হেড নিলে বল ফিরে আসে ক্রসবারে লেগে। আখি খাতুনের প্রথম শট গোলরক্ষক ফিরিয়ে দিয়েও শেষ রক্ষা করতে পারেননি-ফিরতি বলে আঁখির বা পায়ের টোকা জালে জড়ালে দ্বিতীয় গোলের উচ্ছ্বাস ছড়ায় গ্যালারিতে।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয়েই লাল-সবুজ জার্সিধারী কিশোরীরা জায়গা করে নেয় এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় পর্বে। এই টুর্নামেন্টে টানা চার জয়ে ১২ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে উঠল বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রথম তিন ম্যাচে বাহরাইনকে ১০-০, লেবাননকে ৮-০ এবং সংযুক্ত আরব আমিরাতকে ৭-০ গোলে হারায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। চার ম্যাচ মিলিয়ে ২৭ গোল দেওয়া বাংলাদেশের মেয়েরা গোল খায়নি একটিও।
এই আসরের নিয়ম অনুযায়ী বাছাইপর্বের ৬ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা দুই দল নিয়ে হবে দ্বিতীয় রাউন্ড।
