ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২৩:৪৫:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বেড়েছে সবজিসহ ব্রয়লার মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:১৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১২:৪০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার

দেশের উত্তরাঞ্চলের নিম্নভূমিতে বন্যার প্রভাব পড়েছে রাজধানীর সবজির বাজারে। সবজি সরবরাহ কম হওয়ায় প্রতিদিনই বাড়ছে দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে দেশি ও ব্রয়লার মুরগিও। তবে কমেছে ইলিশের দাম।


আজ রোববার রাজধানীর কারওয়ান বাজার, রামপুরা, মালিবাগ, হাজীপাড়া, খিলগাঁও, সেগুনবাগিচা এবং শান্তিনগরের বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে।

 

শান্তিনগর বাজারে গিয়ে দেখা যায়, শিমের কেজি বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকা , শশা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। একইভাবে কেজিতে ১০ টাকা বেড়ে বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। গাজর বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজিতে।

 

অন্যান্য সবজির মধ্যে টমেটো ৮০ থেকে ১০০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, করলা ও উস্তা ৫০ থেকে ৬০ টাকা, কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা এবং ফুলকপি ৬০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। এছাড়া প্রতি হালি লেবু ৩০ টাকা এবং প্রতিহালি কাঁচকলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ২৫ থেকে ২৮ টাকায়।

 

আগের মতোই দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ৫ টাকা কমে ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আমদানিকৃত রসুনের দাম কেজিতে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। দেশি রসুনের দাম নেওয়া হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা প্রতিকেজি।

 

মাছের বাজারে কমেছে ইলিশের দাম। ইলিশের দাম সস্তা হওয়ায় মানুষের ঝোঁক এখন সেদিকেই। ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি পিস ৬০০ থেকে ৮০০ টাকায়। তবে ওজনে বড় ইলিশের দাম তুলনামূলক বেশি। রামপুরা বাজারে ১ কেজি ৬০০ গ্রামের একটি ইলিশের দাম চাওয়া হচ্ছে ৪ হাজার টাকা।

 

খামারের মুরগির ডিম গত সপ্তাহে ৩২ থেকে ৩৪ টাকা হালি দরে বিক্রি হলে এখন বিক্রি হচ্ছে ৩৪ থেকে ৩৬ টাকা। তবে ডজন হিসেবে কিনলে ১০০ থেকে ১০৫ টাকায় পাওয়া যাচ্ছে। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ টাকায়।

 

ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১২০-১৩০ টাকা কেজি। এছাড়া ডিমপাড়া সাদা মুরগি বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৪০-১৫০ টাকা কেজি।

 

মধ্য বাড্ডা বাজারে গত সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৩০ টাকা কেজি। সপ্তাহের ব্যবধানে বাজারটিতে আজ ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৫০ টাকা। ব্রয়লারের পাশাপাশি দাম বেড়েছে ডিমপাড়া সাদা মুরগিরও। গত সপ্তাহে ১৫০ টাকা কেজি বিক্রি হওয়া সাদা মুরগি আজ বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি।

 

তবে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে মালিবাগ রেলগেটের গুলবাগ বাজারে। গত সপ্তাহে বাজারটিতে ব্রয়লার মুরগির কেজি ছিল ১২০ টাকা, যা সপ্তাহে ব্যবধানে বেড়ে আজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। আর ডিমপাড়া সাদা মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজি।

 

গরুর মাংস ৪৭০ থেকে ৫০০ টাকা এবং খাসির মাংস ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।