ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৩৮:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভিনটেজ লোগো নিয়ে নস্টালজিক ডুডল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৭ এএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল আজ ২৭ বছরে পা দিলো। এই বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে শনিবার গুগল তার প্রথম লোগো নিয়ে হাজির হয়েছে ডুডলে। গুগলের ভাষায়, “আমরা আমাদের প্রথম লোগো দিয়ে নস্টালজিক হচ্ছি। সার্চ অন।”

ডুডল মানেই বিশেষ কিছু। কোনো দিবস, উদ্ভাবন কিংবা ব্যক্তিত্বকে সম্মান জানাতে গুগল তার হোমপেজের লোগো বদলে দেয় সাময়িকভাবে। এবারকার বিশেষ ডুডল মনে করিয়ে দিচ্ছে ১৯৯৮ সালের সেই দিনটিকে। যেদিন গুগল প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর তথ্যকে সংগঠিত করে সহজলভ্য করার লক্ষ্য নিয়ে।

গুগল জানায়, “আজ আমাদের জন্মদিনে আমরা মনে করছি সেই সাধারণ শুরুটা, যখন এক গ্যারেজের ভেতর থেকে শুরু হয়েছিল আমাদের যাত্রা। প্রমাণ যে বড় উদ্ভাবনও জন্ম নিতে পারে একেবারে সাধারণ জায়গা থেকে।”

১৯৯৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সময় ল্যারি পেজ ও সের্গেই ব্রিন মিলে গড়ে তোলেন গুগল। শুরুর দিকে তাদের তৈরি সার্চ ইঞ্জিনের নাম ছিল ব্যাকরাব। যা ওয়েবপেজকে র‍্যাঙ্ক করত ব্যাকলিংক দেখে। পরে এর নামকরণ করা হয় গুগল। আর সেখান থেকেই শুরু হয় ঝলমলে যাত্রা।

অল্প সময়েই দ্রুত ও প্রাসঙ্গিক সার্চ রেজাল্ট দেওয়ার কারণে গুগল জনপ্রিয় হয়ে ওঠে।

সময় গড়াতে গুগল কেবল সার্চেই সীমাবদ্ধ থাকেনি। একে একে বাজারে এসেছে জিমেইল, ম্যাপস, অ্যান্ড্রয়েড, ক্রোম ও ইউটিউব। ২০০৪ সালে আইপিও এবং ২০১৫ সালে অ্যালফাবেট ইনক.-এর অধীনস্থ কোম্পানি হয়ে ওঠা গুগলের ইতিহাসে বড় মাইলফলক।

আজ গুগল শুধু একটি সার্চ ইঞ্জিন নয়, বরং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিগুলোর একটি। বিজ্ঞাপন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল পণ্যের মাধ্যমে তারা নতুন মান নির্ধারণ করছে।