মাদক কারবারির হামলায় পুলিশ সদস্য আহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:৪৭ এএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
রাজধানীর মুগদা থানার মদিনাবাগ এলাকার ময়লার বস্তির পেছনে নিয়মিত মাদকের অভিযান শেষে ফেরার পথে পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়েছে মাদক কারবারিরা। এ সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল গুরুতর আহত হন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। হামলার পর স্থানীয়রা ও সহকর্মী পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেন। পরে রাত সোয়া ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তবে এখনো তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘নিয়মিত মাদকের অভিযান শেষে ফেরার পথে পেছন থেকে অতর্কিতভাবে মাদক কারবারিরা হঠাৎ করে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এতে এসআই রাসেল গুরুতর আহত হন।’
তিনি আরও বলেন, ‘আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি। কারা হামলা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রথমে আমার সহকর্মীর চিকিৎসা নিশ্চিত করতে হয়েছে, পরে ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হবে।’
