মাগুরায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা
শিক্ষা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৭:৪৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৯:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার
চলতি বছর মাগুরা জেলায় এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৩৭ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়েছে। আজ রোববার মাগুরা জেলা ছাত্রলীগ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহওয়ার্দী কলেজ চত্বরে জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সহকারি সচিব এডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু।
অনুষ্ঠানে বক্তারা ছাত্র-ছাত্রীদের আগামী দিনে সুন্দর স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান।
