আমাকে অপহরণ করেছে ইসরায়েল: ভিডিওবার্তায় থুনবার্গ
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১৬ এএম, ৩ অক্টোবর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
গাজায় ত্রাণের উদ্দেশ্যে যাত্রা করা ফ্লোটিলা জাহাজে স্বেচ্ছাসেবকদের একজন ছিলেন বিখ্যাত জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গও। কিন্তু আগে থেকেই তিনি আঁচ করতে পারছিলেন কী হতে যাচ্ছে। তাই গাজায় পৌঁছানোর আগেই একটি ভিডিও রেকর্ড করে রাখেন তিনি। যাত্রাপথে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়ার পর তার সেই পূর্বরেকর্ডকৃত ১৮ সেকেন্ডের ভিডিওটি প্রকাশিত হয়েছে। ভিডিওতে থুনবার্গ বলেন, ‘আমার নাম গ্রেটা থুনবার্গ। আমি সুইডেনের নাগরিক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, আপনাদের জানাই-আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে এবং আমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে গেছে।’
আলজাজিরা জানিয়েছে, থুনবার্গ আরও বলেন, ‘আমাদের মানবিক মিশন ছিল অহিংস এবং আন্তর্জাতিক আইন মেনে চলা। দয়া করে আমার সরকারকে বলুন আমার এবং অন্যদের অবিলম্বে মুক্তি দাবি করতে।’
আবার ইসরায়েলের কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে শক্তিশালী দেশগুলোর কাছে প্রশ্ন করেন জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ।
গত বুধবার ইতালিকে উদ্দেশ করে দেওয়া এক্স পোস্টে বলেন, যখন ‘বিশ্বের সাধারণ নাগরিকরা’ ছোট ও কম সম্পদের নৌকায় করে গাজার ৬০ নটিক্যাল মাইল (১১১ কিলোমিটার) দূরত্ব পর্যন্ত পৌঁছে যাচ্ছে, তখন বিভিন্ন দেশের সুসজ্জিত নৌবাহিনী কেন সহজেই ইসরায়েলি অবরোধ ভাঙতে পারছে না, সেটিই বড় প্রশ্ন।
এরপর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘রাষ্ট্রগুলো কেন তাদের নৌবাহিনী দিয়ে অবরোধ ভাঙছে না? এ কেমন পৃথিবীতে আমরা বাস করছি? না, আমরা এটিকে মেনে নেব না।’ আলবানিজ আরও বলেন, ‘চলো, এগিয়ে চলো ফ্লোটিলা! নিরাপদে যাত্রা করো। সৃষ্টিকর্তা তোমাদের সহায় হোক।’
‘আমাদের নিরাপদ যাত্রা নিশ্চিত করুন’: ম্যান্ডেলার নাতনি
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী প্রয়াত আইকনের নাতি মানদালা ম্যান্ডেলাও ফ্লোটিলার একজন স্বেচ্ছাসেবক। ইসরায়েলের হাতে আটক হওয়ার পর ভিডিওতে তিনি একটি বার্তা শেয়ার করেছেন। বলেছেন-‘আমরা সমগ্র বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের নিরাপত্তার জন্য আপনারা আপনাদের দেশের সরকারের ওপর চাপ প্রয়োগ করুন।’
ফ্লোটিলা অভিযান একটি শান্তিপূর্ণ মিশন : আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী
আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন-তিনি ইসরায়েলি বাহিনীর অভিযান এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টাকারী কর্মীদের গ্রেপ্তারের পর ইউরোপীয় ইউনিয়নের প্রতিপক্ষদের সঙ্গে কথা বলেছেন।
তিনি বলেন, ‘আজ রাতের প্রতিবেদনগুলো খুবই উদ্বেগজনক। এটি একটি ভয়াবহ মানবিক বিপর্যয়ের ওপর আলোকপাত করার জন্য একটি শান্তিপূর্ণ মিশন।’ তিনি বলেন, ফ্লোটিলার সদস্যদের সঙ্গে আন্তর্জাতিক আইন অনুসারে কঠোর আচরণ করা উচিত। আয়ারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে-‘আইরিশ নাগরিকদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার।’
