ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ২০:৫৭:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মারুফার সুইংয়ে মুগ্ধ মালিঙ্গা

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৬ এএম, ৪ অক্টোবর ২০২৫ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশের পেসার মারুফা আক্তার কি এবারের নারী ওয়ানডে বিশ্বকাপের সেরা ডেলিভারিটাই উপহার দিলেন? লঙ্কান পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গা মনে করছেন এমনটাই। মারুফার নিখুঁত ইনসুইংয়ে অভিভূত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসিয়েছেন এই ইয়র্কার স্পেশালিস্ট।

বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে বল হাতে পেয়েই আগুন ঝরান মারুফা। ইনিংসের প্রথম ওভারেই তিনি পরপর দুই বলে দুর্দান্ত দুটি ইনসুইং ডেলিভারিতে পাকিস্তানের উমাইমা সোহেল ও ইনফর্ম ব্যাটার সিদরা আমিনকে বোল্ড করে দেন। তার এই বিধ্বংসী স্পেলের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আইসিসিও তা শেয়ার করে।

এই ভিডিও দেখেই মুগ্ধতা প্রকাশ করেন লাসিথ মালিঙ্গা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি মারুফার বোলিংয়ের ভিডিও শেয়ার করে লেখেন, ‘নিখুঁত স্কিল। চমৎকার নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’

যদিও এমন বিধ্বংসী বোলিং মারুফার জন্য নতুন নয়। এর আগেও তিনি তার নিখুঁত ইনসুইং দিয়ে ব্যাটারদের পরাস্ত করেছেন।

উল্লেখ্য, মারুফার দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান মাত্র ১২৯ রানে অলআউট হয়ে যায় এবং বাংলাদেশ ৭ উইকেটের বিশাল ব্যবধানে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে।