রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:৪৫ পিএম, ১ অক্টোবর ২০১৮ সোমবার
ফাইল ছবি
রাজধানীর বনানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বনানীর সৈনিক ক্লাব এলাকায় বিমানবন্দরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে সে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় তারা।
