ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৪৫:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গুতে জবির সাবেক শিক্ষার্থী সানজিদার মৃত্যু

জবি প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩১ এএম, ৯ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থী সানজিদা ইসলাম মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। একবছর আগে তার মাস্টার্স শেষ হয়। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তিনি ঢাকার উত্তরায় থাকতেন।

বুধবার (৮ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন সানজিদা ইসলাম। প্রথমে ঢাকার মহাখালীতে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ঢামেকে স্থানান্তরিত করা হয়। এরপর আইসিইউতে নেওয়ার ২০-২৫ মিনিট পর তার মৃত্যু হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী, স্বামীর বাড়ি মেহেরপুরে তাকে দাফন করা হবে।

এবিষয়ে তার স্বামী তাজ বলেন, দীর্ঘদিন সানজিদার জ্বর আসতো, যেতো। একই সাথে বিগত কয়েকমাস যাবত ওর রক্তের ইনফেকশনের চিকিৎসা চলছিল। আজ হঠাৎই তার অবস্থার অবনিত হয়। সর্বশেষ ঢামেকে আইসিইউতে নেওয়ার পর ডেঙ্গু পজিটিভ আসে। এরই মধ্যে সানজিদা আমাদের ছেড়ে চলে যায়। এসময় সানজিদার বিদেহী আত্মার জন্য দোয়ার কথাও বলেন তাজ।

একই বিভাগের শিক্ষার্থী শাহিন মিয়া বলেন, আপু ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করেন। প্রথম অবস্থায় মহাখালীতে চিকিৎসাধীন ছিলেন।  এরপর এখানে আনা হয়। উনার পরিবারের লোকজন হাসপাতালে এসেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজামুল হক বলেন, বিষয়টি জানা মাত্র আমি হাসপাতালে যায়। তার পরিবারের সাথে কথা হয়েছে। আমাদের শিক্ষার্থীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাকে এখন তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার নেওয়া হবে।

সানজিদার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।