ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৫:৫০:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

এস কে সুরের মেয়ে নন্দিতার অপরাধ স্বীকার

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৭ এএম, ১০ অক্টোবর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দুর্নীতির অপরাধ স্বীকার করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর কন্যা নন্দিতা সুর চৌধুরী। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় নন্দিতাকে তিন মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

গত বুধবার আদালতে আদেশে ওই সাজা দেওয়া হয়েছে বলে দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, সম্পদ বিবরণী দাখিলের আদেশ অমান্য করে নন্দিতা সুর দুদক আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেন। মামলার অভিযোগ গঠনের সময় তিনি স্বেচ্ছায় নিজের অপরাধ স্বীকার করেন। পরে আদালত তাকে দোষী সাব্যস্ত করে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।

দুদক সূত্রে জানা যায়, নন্দিতা সুরের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিল না করায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর মামলা দায়ের করে দুদক। ২০২৪ সালের ২৭ অক্টোবর দুদক সম্পদ বিবরণী নোটিশ দেয়। কিন্তু নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে তিনি ফরম পূরণ করে দুদকে দাখিল করেননি কিংবা সময় বাড়ানোর আবেদনও জানাননি। মামলার তদন্ত কর্মকর্তা উপসহকারী পরিচালক আবু তাহের দুদক আইন ২০০৪-এর ২৬(২) ধারায় অভিযোগপত্র দাখিল করে। 

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে এস কে সুর কে তলব করে দুদক। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। গত ১৪ জানুয়ারি এস কে সুরকে গ্রেপ্তার করা হয়। সুর চৌধুরী ও পরিবারের নামে প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে বলে জানা গেছে।