দক্ষিণ এশিয়া থেকে একমাত্র বাংলার মেয়েরা খেলবে
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০৩:২১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে এএফসি অনূর্ধ্ব বাছাইপর্বের দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশের মেয়েরা। ঘরের মাঠে এফ গ্রুপের সব দলকে হারিয়েছে বাংলার মেয়েরা। দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশ ছাড়া আর কোন দেশই প্রাথমিক বাছাইপর্বের বাধা অতিক্রম করতে পারেনি।
আগামী বছর ফেব্রুয়ারি মাসে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। খেলাটির ভেন্যু এখনো ঠিক হয়নি। গেল মাসে থিম্পুতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের মেয়েরা ভারতের কাছে ১-০ গোলে হারে। সেই হারে এতটুকু কাবু হয়নি কিশোরীরা। বরং নতুনভাবে শক্তি সঞ্চয় করে দৃঢ় মনোবল নিয়ে ঘরের মাঠে একে একে সংযুক্ত আরব আমিরাত, লেবানন, বাহরাইন এবং ভিয়েতনামের বিপক্ষে জয় পেয়ে অপরাজিত থাকল বাংলাদেশ। তাতে আঁখি-মারিয়ারা চার ম্যাচে প্রতিপক্ষের জালে ২৭ গোল দিয়ে গ্রুপ সেরা হয়েছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপাল গ্রুপ পর্বে বাদ পড়েছে। ভারত `বি` গ্রুপে রানার্সআপ হয়েছে। রানার্সআপ হয়েও দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ ছিল তাদের। কিন্তু ছয় গ্রুপের মধ্যে দ্বিতীয় সেরা রানার্সআপ হতে হত। ভারত তাও পারেনি। তাদের গ্রুপে ছিল লাওস, হংকং, মঙ্গোলিয়া ও পাকিস্তান। শেষ হিসেবের সমাধানে
দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে যোগ্য হয়ে বাছাইপর্বের দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পেল আঁখি-মারিয়ারা।
