দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের নারী দাবাড়ুদের হার
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:২০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৩:৩৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার
দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত বিভাগে দ্বিতীয় রাউন্ডে মহিলা বিভাগে হেরেছে বাংলাদেশ নারী দল।
জর্জিয়ার বাতুমিতে অনুষ্ঠিত উন্মুক্ত বিভাগের দ্বিতীয় রাউন্ডে ছেলেরা জয় পায়। কিন্তু মেয়েদের বিভাগে আগের রাউন্ডে কসোভোকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দেয়া বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে স্পেনের কাছে ২.৫-১.৫ পয়েন্ট ব্যবধানে হেরে যায়।
দলের হয়ে খেলা দুই মহিলা ইন্টারন্যাশনাল মাস্টারের মধ্যে রানী হামিদ জিতেন। হারেন শামীমা আক্তার। দুই মহিলা ফিদে মাস্টারের মধ্যে তনিমা পারভীন ড্র করেন। আর হেরে যান শারমিন সুলতানা শিরিন।
