ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২১:৫৭:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সাফ ফুটবলে অংশ নিতে অাজ ভুটান যাচ্ছে নারী ফুটবল দল

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৯:২৯ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮ রবিবার

সাফ অনুর্ধ-১৮ মহিলা ফুটবলে অংশ নিতে আজ বুধবার ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়ছে ২৩ সদস্যের বাংলাদেশ নারী ফুটবল দল।

 

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

 

আসরে বি গ্রুপ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশের নারীরা। গ্রুপের বাকী দল দুটি হচ্ছে নেপাল ও পাকিস্তান। আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের মোকাবেলা করবে। ২ অক্টোবর গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলার নারীরা।

 

দুই গ্রুপের দুটি করে শীর্ষ দল সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামী ৫ অক্টোবর টুর্নামেন্টের দুটি সেমি-ফাইনাল এবং ৭ অক্টোবর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।