ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৯:২০:৪৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

যে সমীকরণে ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২২ পিএম, ১৩ অক্টোবর ২০২৫ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স স্বস্তিদায়ক হলেও ওয়ানডেতে অবস্থা শোচনীয়। অথচ, এই সংস্করণেই একসময় সবচেয়ে ভালো খেলত টাইগাররা। অবস্থা এতই খারাপ যে, সবশেষ ১১ ম্যাচের ১০টিতেই দেখতে হয়েছে হার। সিরিজ হার টানা চারটি।

এমন বাজে পারফরম্যান্সের প্রভাব স্বাভাবিকভাবেই পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়ে। ১০ নম্বরে আছে দলটি। যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। এমন অবস্থায় দলের ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলাও পড়েছে শঙ্কায়। 

দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ২০২৭ সালের ৩১ মার্চ র‌্যাঙ্কিংয়ের সেরা নয়ে থাকতে হবে বাংলাদেশকে। তবে সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা যদি সেরা আটের বাইরে চলে যায় সেক্ষেত্রে বাংলাদেশকে থাকতে হবে সেরা আটে।  

আফগানিস্তান সিরিজের পর বাংলাদেশ ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে আরও আটটি সিরিজ খেলবে। প্রতিটি সিরিজেই ৩টি করে, অর্থাৎ ২৪টি ম্যাচ হবে। আফগান সিরিজ শেষ করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের আর কোনো ওয়ানডে সিরিজ নেই। এরপর নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। প্রতিটি সিরিজই তিন ম্যাচের। এর মধ্যে আগামী মার্চ-এপ্রিলে পাকিস্তান ও নিউজিল্যান্ড, জুনে অস্ট্রেলিয়া ও সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সিরিজ তিনটি দেশের বাইরে খেলবে বাংলাদেশ।