শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারাল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:০৮ এএম, ১৪ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শেষ বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে গোল হজম করে হংকংয়ের বিপক্ষে হেরেছিলেন হামজা-জামালরা। আজ জর্ডানে এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ে অনেকটা সেই চিত্রায়ন হয়েছে। এতে তিন পয়েন্টের পরিবর্তে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছে বাংলাদেশ।
ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের ডিফেন্ডার জর্ডানের সাধারণ এক বল ক্লিয়ার করতে পারেননি ঠিকমতো। এতে জর্ডানের ফুটবলারের পায়ে বল পড়ে। সেই ফুটবলার বক্সে সতীর্থের উদ্দেশ্যে বল ঠেলেন। বাংলাদেশের গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে আসেন। গোলরক্ষক বলের নাগাল পাওয়ার আগেই জর্ডানের ফরোয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডারকে পেছনে ফেলে কোনাকুনি শটে বল জালে পাঠান।
পাঁচ মিনিট ইনজুরি সময় দিলেও বাংলাদেশ আর গোল করতে পারেনি। স্বাগতিক জর্ডান হারের মুখ থেকে বাংলাদেশের ভুলে গোল পেয়ে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল। এতে জর্ডানের ফুটবলারদের উচ্ছ্বাস দেখা গিয়েছিল খেলা শেষ হওয়ার পর। যদিও সিনিয়র ফুটবলের র্যাংকিংয়ে জর্ডান বাংলাদেশের চেয়ে এগিয়ে। মে মাসে ঋতুপর্ণারা জর্ডানের বিপক্ষে ড্র করেছিল।
ম্যাচের তৃতীয় মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। বক্সের সামনে ফ্রি কিক পেয়েছিল বাংলাদেশ। মামনি চাকমার শট থেকে সুরভী আকন্দ প্রীতি গোল করেন। ম্যাচের দীর্ঘ সময় বাংলাদেশ বল নিয়ন্ত্রণ ও আক্রমণ করলেও গোল পায়নি। ফিনিশিং দুর্বলতা স্পষ্ট ছিল আজকের ম্যাচে।
১৫ অক্টোবর স্বাগতিক জর্ডান চাইনিজ তাইপের মুখোমুখি হবে। ওই ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে ১৭ অক্টোবর চাইনিজ তাইপেকে গ্রুপের শেষ ম্যাচে কত গোলে হারাতে হবে। তিন দলের গ্রুপের চ্যাম্পিয়ন দলই শুধুমাত্র আগামী বছর এএফসি অ-১৭ টুর্নামেন্টের মূল পর্বে খেলবে।
