কলাবাগানে ডিপ ফ্রিজে স্ত্রীর লাশ, স্বামী পলাতক
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার
প্রতীকী ছবি।
রাজধানীর কলাবাগানে একটি ফ্ল্যাটের ডিপ ফ্রিজ থেকে তাসলিমা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার অভিযোগ করেছে, দাম্পত্য কলহের জেরে স্বামী নজরুল ইসলামই তার স্ত্রীকে হত্যা করেছেন।
কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, নিহতের মাথা, চোখের ওপরেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
তাসলিমার ভাই নাজমুল হোসেন বলেন, নজরুল তার বোনের শ্বশুরের কাছে ১০ কাঠা জমি দাবি করেছিলেন। জমি না পেয়ে তিনি আগে থেকেই বোনকে নির্যাতন করতেন। শেষ পর্যন্ত জমি লিখে না দেওয়ায় হত্যাকাণ্ডটি ঘটান বলে পরিবারের অভিযোগ।
নজরুল একসময় কাপড়ের ব্যবসা করতেন, তবে বর্তমানে কোনো কাজ করেন না। আগে আদাবরে তার একটি বাড়ি ছিল। এই বাড়ি বিক্রি করে সেই টাকার লাভের অংশ দিয়েই সংসার চালাতেন।
ঘটনার পর থেকেই নজরুল পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে কলাবাগান থানায় হত্যা মামলা হয়েছে।
পুলিশ জানায়, নিহত দম্পতির ১৭ ও ১৪ বছর বয়সী দুই কন্যা রয়েছে। নজরুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
