চাকসু নির্বাচন: ভোট দিতে এসে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
চবি প্রতিনিধি
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:৫৯ পিএম, ১৫ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগ্রহিত।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। খুবই উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের প্রার্থীকে ভোট প্রদান করছে। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছে শিক্ষার্থীরা।
আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় সমাজবিজ্ঞান অনুষদ ভোটকেন্দ্রে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়।
জানতে চাইলে একাউন্টিং বিভাগ ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাপিয়া সুলতানা বলেন, দীর্ঘদিন পরে ভোট দিতে এসে খুবই ভালো লাগছ। খুব উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। আশা করছি, শেষ পর্যন্ত খুবই সুন্দরভাবে সম্পন্ন হবে এই ভোটগ্রহণ।
গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়নাব সাদিয়া বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাস আগে কখনো দেখতে পাইনি। খুবই ভালো লাগছে জীবনের প্রথম এমন পরিবেশে ভোট দিতে আসতে পেরে।
রসায়ন বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী অয়ন রহমান বলেন, ভোট দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। বেশ ভালো লাগছে।
