দুঃসংবাদ পেল ভারত
ক্রীড়া ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৫৩ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
গত ১২ অক্টোবর নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে হেরেছে ভারত। হারের পর স্লো ওভার রেটের কারণে এবার জরিমানাও গুনতে হচ্ছে তাদের।
দুই সেরা দলের লড়াই ছিল হাই স্কোরিং। আগে ব্যাট করে ৩৩০ রান করেছিল ভারত। সেই রান তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। ৩ উইকেটে জিতলেও ম্যাচ গড়ায় শেষ ওভারে।
আর ক্লোজ ম্যাচ হওয়ায় ফিল্ডিংয়ে বেশ খানিকটা সময় ব্যয় করেন ভারত অধিনায়ক। তাতে নির্ধারিত সময়ে ওভার শেষ করতে পারেনি তারা।
আইসিসি আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ৫ শতাংশ জরিমানার বিধান রয়েছে। এক ওভার পিছিয়ে থাকায় ভারতের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌর। ফলে আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
