ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৭:৫৩:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাকসু: রাত পোহালেই ভোট, ক্যাম্পাসে উৎসবের আমেজ

রাবি প্রতিনিধি 

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৩ এএম, ১৬ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাত পোহালেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে তৈরি হয়েছে উৎসবের আমেজ। বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকায় শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। দল-মত ভুলে সবাই মেতেছে গান-বাজনা ও মেহেদি উৎসবে। 

সরেজমিনে দেখা যায়, বুধবার সকাল থেকে ক্যাম্পাস ফাঁকা থাকলেও বিকেল হতে হতে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা বাড়তে থাকে। সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে উৎসবের আমেজ তৈরি হয়। শিক্ষার্থীরা একদিকে গানবাজনায় মেতে উঠেন। অন্যদিকে নারী শিক্ষার্থীরা মেতেছেন মেহেদি উৎসবে। দল-মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থীরা এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 

পরিবহন মার্কেটে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কাব্য কুন্ডু বলেন, ক্যাম্পাসে আছি প্রায় ৪ বছর। কিন্তু কখনো ক্যাম্পাসে এমন উৎসবমুখর পরিবেশ চোখে পড়েনি। খুবই ভালো লাগছে। রাকসুর কারণে সবাই দলমত ভুলে গিয়ে একসাথে আনন্দ করছে। এটাই সবচেয়ে ভালো লাগছে। 

ইরিনা খাতুন নামের এক শিক্ষার্থী বলেন, রাকসুর কারণে এমন আমেজ তৈরি হয়েছে। প্রতিবছরই রাকসু নির্বাচন হতে হবে, তাহলে এমন উৎসবমুখর পরিবেশ ক্যাম্পাসে সারা বছর লেগে থাকবে। 

পরিবহন মার্কেটে শিক্ষার্থীদের মেহেদি পড়িয়ে দিচ্ছেন স্বতন্ত্র নারীবিষয়ক সম্পাদক পদপ্রার্থী নিশা আক্তার। তিনি সমকালকে বলেন, শিক্ষার্থীদের মেহেদি পড়িয়ে দিয়ে ভালো লাগছে। ক্যাম্পাসে এমন পরিবেশ কখনো তৈরি হয়নি। দীর্ঘ ৩৫ বছর পর ক্যাম্পাসে রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থী ভাই বোনেরা কাল ভোট দিয়ে যোগ্য লোকদের নির্বাচিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

১৬ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাকসুর ২৩টি পদের বিপরীতে ২৪৭ জন এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন প্রার্থী লড়াই করবেন। এর ভেতর সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৮ জন, সাধারণ সম্পাদক পদে (জিএস) ১৩ ও সহকারী সাধারণ সম্পাদক পদে ১৬ জন।

এ নির্বাচনে ১১টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আলোচিত ৮টি প্যানেল হলো- ছাত্রদল মনোনীত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের নেতৃত্বে গঠিত ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, সাবেক সমন্বয়কদের নেতৃত্বে ‘আধিপত্যবাদবিরোধি ঐক্য’, বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র ইউনিয়ন (একাংশ) ঘোষিত ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, সাবেক আরেক নারী সমন্বয়কের নেত্বতে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ইসলামী ছাত্র আন্দোলন মনোনীত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’।