ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৫৯:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হঠাৎ দুর্বল হয়ে পড়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গত বুধবার মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে ভর্তি করা হয় তাকে। অবস্থার উন্নতি হওয়ায় শুক্রবার (১৭ অক্টোবর) তিনি হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। 

বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য। তিনি বলেন, দুর্বলতার কারণে ম্যাডামকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। কেন দুর্বলতা অনুভব করছিলেন, তার কারণ খুঁজতে কয়েকটি পরীক্ষা করা হয়েছে। বলা যায় রুটিন চেক-আপ। সবগুলোর রিপোর্টই ভালো। শুক্রবারই ম্যাডাম বাসায় ফিরতে পারবেন বলে আশা করছি। চিকিৎসা আগের মতোই বাসা থেকে চলবে। ফলোআপ চিকিৎসার জন্য কি খালেদা জিয়া আবারও লন্ডনে যাবেন? জবাবে এ চিকিৎসক বলেন, না। এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

গত বুধবার গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাত ১১টা ৪৫ মিনিটে রওনা হয়ে রাত ১২টা ২০ মিনিটে হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। এরপর তাঁর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। 

রাত ১টার দিকে হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ বলেন, খালেদা জিয়ার বর্তমান অবস্থা স্থিতিশীল। তাঁর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আরও দুয়েক দিন রাখা হতে পারে। তিনি এখন যে পরিস্থিতিতে আছেন, আমরা আশাবাদী– হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো এক-দুদিনের মধ্যেই তাঁকে বাড়ি যাওয়ার অনুমতি দেবেন। 

বিগত সময় খালেদা জিয়াকে হয়রানি করা হয়েছে উল্লেখ করে ডা. জাহিদ জানান, আওয়ামী সরকারের আমলে তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। ফলে, বর্তমানে পরিস্থিতি একটু জটিল হয়ে পড়েছে। যখন তিনি জেলখানায় ছিলেন তখন চিকিৎসাটা রেসট্রিকটেড ছিল। দেশে বা বাইরে চিকিৎসার ব্যাপারে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছে। তখন যথাযথ চিকিৎসা করতে না পারায় বর্তমানে পরিস্থিতি একটু জটিল হয়ে পড়েছে। ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যসহ সার্বিক খোঁজ রাখছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিকটাত্মীয়রা সার্বক্ষণিকভাবেই সব বিষয়ে তদারকি করছেন।

গত ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন খালেদা জিয়া। সেখানে ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসা নেন। ১৭ দিনের ক্লিনিকপর্ব শেষে ছেলে তারেক রহমানের বাসায় রেখে চিকিৎসা দেওয়া হয় তাঁকে। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।