ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৭:৫১:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রাকসুতে বিজয়ী ছাত্রদলের জাতীয় খেলোয়াড় নার্গিস

রাবি প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৮ এএম, ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার

রাকসুতে বিজয়ী ছাত্রদলের জাতীয় খেলোয়াড় নার্গিস

রাকসুতে বিজয়ী ছাত্রদলের জাতীয় খেলোয়াড় নার্গিস

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‌'ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম' প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী পদে নির্বাচনে অংশ নিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয় খেলোয়াড় নার্গিস আক্তার।

আজ শুক্রবার (১৭ই অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে রাকসু নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম।

এদিকে কেন্দ্রীয় সংসদে ২৩টি পদে ২০টি পদেই জয়ী হয়েছেন ছাত্রশিবির মনোনীত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা। অন্য তিনটি পদের একটিতে জিএস হিসেবে বিজয়ী হয়েছেন সালাউদ্দিন আম্মার, ছাত্রদল মনোনীত ক্রীড়া সম্পাদক নার্গিস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফা।

উল্লেখ্য, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১২ হাজার ৬৮৭টি। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) ভোট পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি।