ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২৩:৫০:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

বেড়েছে ডিম, সবজি ও মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:১১ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার

হঠাৎ করেই বেড়েছে ডিমের দাম। মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকা হালি। ডজন হিসেবে কিনলে ডিম ১০৮ থেকে ১১২ টাকায় পাওয়া যাচ্ছে। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ থেকে ১৯০ টাকায়। ডিমের সাথে সাথে বেড়েছে সবজি ও মুরগির দাম।

 

আজ বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমনই চিত্র দেখা গেল। বাজারে অাজ তেমন ক্রেতা নেই। যারা বাজার করছেন দাম নিয়ে বিস্তর অভিযোগ তাদের। মালিবাগ বাজারে বাজার করতে এসেছেন কামাল উদ্দীন। তিনি বলেন,কোন কারণ ছাড়াই ডিম সহ সবকিছুর দাম বাড়তি। বিক্রেতারা একটা না একটা অযুহাতে দাম বাড়ায়। এভাবে চললে আমরা কিভাবে চলব?

 

বাজারে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি। বিভিন্ন বাজারে মুরগির দামের তারতম্য দেখা গেল। সিপাইবাগ বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। আবার মহাখালি বাজারে কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। গরুর মাংস ৪৭০ থেকে ৫০০ টাকা এবং খাসির মাংস ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

 

সবজির বাজারে গিয়ে দেখা যায়, শিম ১০০-১১০ টাকা , শশা ৭০ থেকে ৮০ টাকা ,গাজর ৯০ থেকে ১০০ টাকা ,টমেটো ৮০ থেকে ১০০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, করলা ও উস্তা ৫০ থেকে ৬০ টাকা, কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা এবং ফুলকপি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি লেবু ৩০ টাকা এবং প্রতিহালি কাঁচকলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ২০ থেকে ২৫ টাকায়।

 


মধ্যবাড্ডা বাজার করতে আসা রেহানা রহমান বলেন, সবজির দাম বেশি। বাজারে নতুন সবজি উঠলেও দামের কারণে কম করে কিনতে হচ্ছে।

 

দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আমদানি করা মোটা রসুন প্রতি-কেজি ৩৮-৪০ টাকা, দেশি রসুন ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

বাজারে ইলিশসহ সব মাছের দাম অপরিবর্তীত রয়েছে।