ঢাকা, মঙ্গলবার ২৩, ডিসেম্বর ২০২৫ ০:০২:৫৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আজ বাজার জমলেও দাম বাড়তি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১২:৫৩ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ১২:২২ পিএম, ৪ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

আজ শুক্রবার, বন্ধের দিন। রাজধানীর বিভিন্ন বাজারে সকাল থেকেই ক্রেতার সমাগম দেখা গেল। বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন। বাজারে সব পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বাড়তি।

 

সবজির বাজারে গিয়ে দেখা যায়, শশা ৭০ থেকে ৮০ টাকা ,গাজর ৯০ থেকে ১০০ টাকা ,টমেটো ৮০ থেকে ১০০ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা, করলা ও উস্তা ৫০ থেকে ৬০ টাকা, কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা, বেগুন প্রতি কেজি ৫০ থেকে ৬০ টাকা, ঝিঙা ও চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা এবং ফুলকপি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি লেবু ৩০ টাকা এবং প্রতিহালি কাঁচকলা ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

 

দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫৫ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। আমদানি করা মোটা রসুন প্রতি-কেজি ৩৮-৪০ টাকা , দেশি রসুন ৪৫ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১০৮ টাকায়, মসুর ডাল ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। চাল নাজির ৭০ টাকা, মিনিকেট ৬০ টাকা, মিনিকেট (সিরাজ) ৬০ টাকা, ২৯ চাল ৫০ টাকা, ২৮ চাল ৫০ টাকা, মোটা চাল ৪৮ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়।

 

হঠাৎ করেই বেড়েছে ডিমের দাম। মুরগির ডিম বিক্রি হচ্ছে ৩৬ থেকে ৩৮ টাকা হালি। ডজন হিসেবে কিনলে ডিম ১০৮ থেকে ১১২ টাকায় পাওয়া যাচ্ছে। আর দেশি মুরগির ডিম মিলছে প্রতি ডজন ১৮০ থেকে ১৯০ টাকায়। ডিমের সাথে সাথে বেড়েছে সবজি ও মুরগির দাম।


বাজারে ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৪০-১৫০ টাকা কেজি। বিভিন্ন বাজারে মুরগির দামের তারতম্য দেখা গেল। সিপাইবাগ বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি। আবার মহাখালি বাজারে কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকা দরে। গরুর মাংস ৪৭০ থেকে ৫০০ টাকা এবং খাসির মাংস ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

 

বাজারে মাছের অভাব না থাকলেও দাম বরাবরই বাড়তি। বিভিন্ন ধরনের মাছের মধ্যে কৈ ১৫০ থেকে ২০০ টাকা, পাবদা ৫০০ থেকে ৬০০ টাকা, চাষের পাঙ্গাস ১৪০ থেকে ১৭০ টাকা, তেলাপিয়া ১৪০ থেকে ১৬০ টাকা, ট্যাংরা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৫০০ থেকে ৮০০ টাকা, কৈ ১৫০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ইলিশের দাম আগের মতই।