প্রোটিয়া মেয়েদের নিয়ে ‘ছেলেখেলা’ করলেন অস্ট্রেলিয়ার কিং
ক্রীড়া ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪২ এএম, ২৬ অক্টোবর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
নারী বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। যেখানে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন অ্যালানা কিং। অজিদের হয়ে একাই ৭ উইকেট শিকার করেছেন এই স্পিনার।
ইনিংসের ১২তম ওভারে প্রথমবার আক্রমণে আসেন কিং। এরপরই তার স্পিন জালে আটকে প্রোটিয়া মেয়েদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন তিনি।
৭ ওভারে দুই মেডেনসহ মাত্র ১৮ রান দিয়ে ৭ উইকেট শিকার করেছেন কিং। দক্ষিণ আফ্রিকার শেষ আট ব্যাটারের সাত জনকেই বিদায় করেছেন। তাতে রেকর্ড বইয়ে নাম লেখান এই অজি লেগি।
নারী বিশ্বকাপে এখন সেরা বোলিং ফিগারের মালিক কিং। ১৯৮২ সালে ভারতের বিপক্ষে নিউ জিল্যান্ডের লেগ স্পিনার জ্যাকি লর্ডের ১০ রানে ৬ উইকেট ছিল বিশ্বকাপে আগের সেরা বোলিং। অর্থাৎ, এই প্রথমবার কোনো বোলার নারী বিশ্বকাপে ৭ উইকেট পেলেন।
নারী ওয়ানডে ইতিহাসে এক ম্যাচে ৭ উইকেটের সপ্তম ঘটনা এটি। অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে এই স্বাদ পেলেন কিং। তবে অস্ট্রেলিয়ার মেয়েদের হয়ে ওয়ানডেতে সেরা বোলিং ফিগার এখন তার দখলে।
কিংয়ের এমন পারফরম্যান্সের দিনে ৯৭ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৬ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
