বিশ্বকাপে খেলবেন কিনা অবশেষে জানালেন মেসি
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:১৯ এএম, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার
ফাইল ছবি।
২০২৬ বিশ্বকাপে কি খেলবেন? কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে সম্ভবত সবচেয়ে বেশিবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে লিওনেল মেসিকে। তবে প্রতিবারই তিনি দিয়েছেন কৌশলি উত্তর। আগে ব্যাপারটা সময়ের হাতে ছেড়ে দিলেও এবার ৩৮ বছর বয়সী সরাসরিই জানিয়ে দিলেন- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া আগামী বছরের বিশ্বকাপে খেলতে মুখিয়ে আছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ব্রডকাস্ট টিভি নেটওয়ার্ক এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসন্ন বিশ্বকাপে নিজেরে খেলার ব্যাপারে খোলোসা করেন আর্জেন্টাইন কিংবদন্তি।
‘আগামী বিশ্বকাপে খেলবেন কিনা’ সঞ্চালক টম লেমাসের করা এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘সত্যিটা হলো, হ্যাঁ। বিশ্বেকাপে খেলতে পারাটা হবে বিশেষ কিছু এবং আমি সেখানে থাকতে চাই। নিজের ভালোলাগা থেকে এবং জাতীয় দলকে সহায়তায় গুরুত্বপূর্ণ অংশ হতে আমি সেখানে থাকতে চাই।’
তবে এবারও সময়ের উপরে ভরসা রাখার কথাই জানালেন রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার।
‘আমি একেকটা দিন ধরে এগুতে চাই। ইন্টার মায়ামির হয়ে আগামী প্রাক মৌমুম যখন শুরু করব তখন দেখব আসলেই আমি শতভাগ প্রস্তুত কিনা। আমি খেলতে মুখিয়ে আছি, কারণ এটা বিশ্বকাপ।’
‘আমরা গত বিশ্বকাপ জিতেছিলাম এবং এবার সেটাকে ধরে রাখার জন্য মাঠে নামাটা হবে বিশেষ কিছু। কারণ জাতীয় দলে খেলা সব সময়ই একটা স্বপ্ন, বিশেষ করে অফিসিয়াল প্রতিযোগিতাগুলোতো। তাই আশা করি সৃষ্টিকর্তা আমাকে আবারও সেখানে খেলার সুযোগ দেবেন।’
মেসির নেতৃত্বে ২০২২ কাতার বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। টুর্নামেন্টজুড়ে আলো ছড়িয়ে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে নেন মেসি।
