ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৮:১৭:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

শাকিরার বিলাসবহুল প্রাসাদ কিনছেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৪ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল বিশ্ব কাঁপাচ্ছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তরুণ তুর্কি শুধু মাঠে নয়, বাণিজ্যিক ক্ষেত্রেও এখন সবচেয়ে আলোচিত নাম। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’-এর খবর অনুযায়ী, বার্সেলোনার বিলাসবহুল এক প্রাসাদ স্পেনের তারকা এই ফুটবলার। যা একসময় ছিল ক্লাব কিংবদন্তি জেরার্ড পিকে ও বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার ভালোবাসার নীড়।

বার্সেলোনার এক অভিজাত এলাকায় অবস্থিত ৩,৮০০ বর্গমিটারের এই বিশাল সম্পত্তিতে রয়েছে তিনটি আলাদা বাড়ি এবং চোখ ধাঁধানো সব সুযোগ-সুবিধা। ইনডোর ও আউটডোর সুইমিংপুল, টেনিস কোর্ট, জিম, এমনকি একটি রেকর্ডিং স্টুডিও পর্যন্ত আছে সেখানে। ২০১২ সালে নির্মিত এই প্রাসাদেই পিকে-শাকিরা তাদের সম্পর্কের সোনালী সময় কাটিয়েছেন। ২০২২ সালে বিচ্ছেদের পর তারা বাড়িটি বিক্রির জন্য বিজ্ঞাপন দেন।

প্রথমে তিনটি ভবন মিলিয়ে এই সম্পত্তির দাম ধরা হয়েছিল ১ কোটি ৪০ লাখ ইউরো (প্রায় ২০০ কোটি টাকা), যা ২০২২ সালে বিক্রির জন্য বাজারে তোলা হয়। পরে একটি ছোট ভবন বিক্রি হয়ে যাওয়ায় পুরো দাম থেকে ৩০ লাখ ইউরো (৪২ কোটি ৭২ লাখ টাকা) কমানো হয়। ফলে বর্তমানে এর মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১০ লাখ ইউরো (১৫৬ কোটি ৬৭ লাখ টাকা)।

ইয়ামাল এই দুটি বাড়িই কিনতে আগ্রহী বলে জানিয়েছে ‘এল পাইস’। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজের পছন্দ অনুযায়ী বাড়ি দুটিকে সাজিয়ে তুলতে ইয়ামাল অতিরিক্ত আরও কয়েক মিলিয়ন ইউরো খরচ করার পরিকল্পনা করেছেন। এই তরুণ তারকা এর আগেও তার মা, বাবা ও দাদীর জন্য আলাদা বাড়ি কিনে দিয়েছেন।

আর্থিকভাবেও এখন ঈর্ষণীয় অবস্থানে আছেন ইয়ামাল। সম্প্রতি বার্সেলোনার সঙ্গে ছয় বছরের নতুন চুক্তি করেছেন তিনি। এই চুক্তিতে তার বার্ষিক বেতন প্রায় ৩ কোটি ইউরো (৪২৭ কোটি ২৯ লাখ টাকা)। চুক্তির পুরো সময় বার্সায় কাটালে ১৮ কোটি ইউরো (২৫৬৩ কোটি ৭৪ লাখ টাকা) পর্যন্ত আয় করতে পারেন। এ ছাড়া বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি থেকে বড় অঙ্কের অর্থ তো পাবেনই।

মাঠের বাইরের জীবনেও ইয়ামাল এখন আলোচনার কেন্দ্রে। আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন চলছে। এই সম্পর্কের সূত্র ধরে অনেকেই পিকে-শাকিরার পুরনো জুটির ছায়া দেখছেন। যদি সত্যিই নিকোল ইয়ামালের সঙ্গে এই প্রাসাদে ওঠেন, তবে তা হবে আরেক ‘ফুটবলার-মিউজিশিয়ান’ জুটির গল্প। যা পিকে-শাকিরার স্মৃতিকেই মনে করিয়ে দেবে।