ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৪৫:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ২৮ অক্টোবর ২০২৫ মঙ্গলবার

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। একই সময়ে নতুন করে ১,০৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৩৭০ জন, ঢাকা বিভাগে ২০৬ জন, বরিশাল বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১২০ জন, খুলনা বিভাগে ৪৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৯ জন, রাজশাহী বিভাগে ৪৫ জন, রংপুর বিভাগে ১৯ জন ও সিলেট বিভাগে ৯ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, ল্যাবএইড হাসপাতালে একজন এবং ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে একজন মারা গেছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী, বয়স ৭ থেকে ৬৩ বছর।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৭৩ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (১৩৩ জন), এছাড়া বরিশাল ৪০, ঢাকা উত্তর ৩৮, চট্টগ্রাম ২৫, ঢাকা বিভাগ ৩, খুলনা ৮, ময়মনসিংহ ১১, রাজশাহী ১৪ ও সিলেটে ১ জন মারা গেছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গু নিয়ন্ত্রণে সতর্কতা ও পরিচ্ছন্নতার গুরুত্ব আবারও জোর দিয়ে জানিয়েছেন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।