আইসিসি র্যাঙ্কিংয়ে সোবহানা-ফারজানার উন্নতি
খেলাধুলা ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৫৩ এএম, ২৯ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগ্রহিত।
নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে ধারাবাহিক উন্নতি ধরে রেখেছেন বাংলাদেশের সোবহানা মোস্তারি। এবারও র্যাঙ্কিংয়ে দুই ধাপ উপরে উঠেছেন তিনি। এছাড়া সাম্প্রতিক ম্যাচ না খেলেও এগিয়েছেন ফারজানা হক।
চলমান নারী বিশ্বকাপে ভারতের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ২১ বলে ২৬ রানের ইনিংস খেলেছিলেন সোবহানা, যেখানে ছিল ৪টি চার। সেই ইনিংসের সুবাদে ব্যাটারদের তালিকায় তিনি এখন ৫৫তম স্থানে। ফারজানা হক আছেন ৪৬ নম্বরে।
শারমিন আক্তার বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে ওপরে রয়েছেন। এক ধাপ নিচে নেমে এখন তিনি ৩০তম স্থানে। অধিনায়ক নিগার সুলতানার অবনতি হয়েছে দুই ধাপ, তার অবস্থান এখন ৩৬তম।
ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা ওয়ানডে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান আরও মজবুত করেছেন। ৮২৮ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ারের সেরা অবস্থানে তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বাংলাদেশের বিপক্ষে ৩৪ রানে অপরাজিত ছিলেন এই তারকা ব্যাটার।
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার অ্যাশলি গার্ডনার ছয় ধাপ এগিয়ে উঠেছেন দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টের অগ্রগতি দুই ধাপ, বর্তমানে তিনি তৃতীয়।
বোলারদের তালিকায় শীর্ষে আগের মতোই ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেট নেওয়া অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যালানা কিং পাঁচ ধাপ এগিয়ে উঠে গেছেন ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে নেমে গেছেন গার্ডনার।
নাহিদা আক্তার বাংলাদেশি বোলারদের মধ্যে সবার সেরা। অপরিবর্তিতভাবে ১৩তম স্থানে রয়েছেন। অন্য কারও অবস্থানে পরিবর্তন হয়নি।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার, যিনি ব্যাট ও বল-দুই বিভাগেই দারুণ ফর্মে আছেন।
