ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৩৭:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কুড়িগ্রামে জুতার সূত্র ধরে মিলল গৃহবধূর মরদেহ

কুড়িগ্রাম প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০০ এএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শাফিয়া বেগম (৪৩) নামে এক গৃহবধূর মর‌দেহ উদ্ধার করেছে ফায়ার সা‌র্ভিসের এক‌টি ডুবু‌রি দল। বুধবার (২৯ অ‌ক্টোবর) সন্ধ‌্যা সাড়ে ৬ টার দি‌কে বা‌ড়ির পা‌শে দাসিয়ারছড়া ধোঁপার কুরা (বিল) থে‌কে তার মর‌দেহ উদ্ধার করা হয়। তি‌নি ওই এলাকার আফসার আলীর স্ত্রী।

এর আগে গত মঙ্গলবার রাত ১১টার দিকে তিনি সবার অ‌গোচ‌রে বা‌ড়ি থে‌কে বের হ‌য়ে আর ফি‌রে আসেননি।

বুধবার স্বজনরা বি‌ভিন্ন স্থা‌নে খোঁজাখুঁ‌জি কর‌লেও তার কো‌নো সন্ধান পায়নি। এক পর্যা‌য়ে বা‌ড়ির পা‌শে বিলের পা‌ড়ে তার ব‌্যবহৃত জুতা প‌রে থাক‌তে দে‌খেন স্থানীয়রা। প‌রে বি‌কেল সা‌ড়ে পাঁচটার দি‌কের রংপুর থে‌কে ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি ডু‌বু‌রি দল ওই বি‌লে গি‌য়ে ঘণ্টাব‌্যাপী অ‌ভিযান চালিয়ে নি‌খোঁজ গৃহবধূর মর‌দেহ উদ্ধার ক‌রে।

স্থানীয়রা জানান, শা‌ফিয়া বেগম দীর্ঘ‌দিন ধ‌রে নানা রো‌গে ভুগ‌ছি‌লেন। বি‌ভিন্ন জায়গায় চি‌কিৎসা করার পরও তার কো‌নো অগ্রগ‌তি হয়‌নি। ফ‌লে দীর্ঘ‌দিন ধ‌রে বিষাদগ্রস্ত ছি‌লেন শা‌ফিয়া।

ফুলবা‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) শওকত আলী সরকার মৃত্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, এ বিষ‌য়ে আইনি প্রক্রিয়া চলমান র‌য়ে‌ছে।