মেয়েদের ফুটবল লিগ ডিসেম্বরে
ক্রীড়া প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:১২ এএম, ৩০ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক আসরে খেললেও ঘরোয়া ফুটবল লিগ নিয়ে আক্ষেপ সব সময়ই ছিল সাবিনা খাতুন, আফঈদা খন্দকার, ঋতুপর্ণাদের। সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে।
আগামী ডিসেম্বরে ছয় দল নিয়ে মেয়েদের ফুটবল লিগ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম।
তার কথায়, ‘সব ঠিক থাকলে আমরা ১১ ডিসেম্বর থেকে ছয় দল নিয়ে মেয়েদের লিগ শুরু করার কথা ভাবছি। রমজানের আগেই লিগ শেষ হবে।’
