ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৫:৩৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

কলকাতায় মারা গেলেন আ.লীগের সাবেক এমপি কনিকা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪০ এএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কনিকা বিশ্বাস ভারতে মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বুধবার কলকাতা সংলগ্ন সল্টলেক অঞ্চলের মণিপাল হাসপাতাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কনিকা বিশ্বাস। গত কয়েক বছর ধরে পশ্বিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হৃদয়পুরে বসবাস করতো তার পরিবার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কনিকা বিশ্বাসের আত্মীয় চিকিৎসক ডা. সুবোধ বিশ্বাস জানিয়েছেন, গতকাল তিনি কলকাতার একটি হাসপাতালে প্রয়াত হন। আজ বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হয় কলকাতার নিমতলা মহাশ্মশানে। তার মৃত্যু একটা যুগের অবসান হলো।

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওড়াকান্দিতে কনিকা বিশ্বাসের জন্ম। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদের মহিলা আসন-১১ থেকে মনোনীত সংসদ সদস্য ছিলেন তিনি।

কনিকা বিশ্বাস ডলি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। ১৯৮৫ সালে প্রয়াত হন তার স্বামী বীরেন রাজ বিশ্বাস।