ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:২৩:২০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

মেট্রোরেলে চাকরি পাচ্ছেন নিহত আবুল কালামের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৭ এএম, ৩১ অক্টোবর ২০২৫ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মেট্রোরেলে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি পাচ্ছেন বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের স্ত্রী আইরিন আক্তার পিয়া। বর্তমানে তিনি স্নাতক অধ্যায়নরত রয়েছেন। তাই তাকে যোগ্যতা অনুযায়ী কম্পিউটার অপারেটর পদে চাকরি দেওয়া হচ্ছে।

স্নাতক শেষ হলে তাকে যোগ্যতা অনুযায়ী অন্য পদে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৬) প্রকল্প পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আব্দুল ওহাব।

তিনি বলেন, আপাতত তার যোগ্যতা অনুসারে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে। তিনি স্নাতক শেষ করলে অন্য পদে চাকরি দেওয়া হবে।

গত রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ফার্মগেট এলাকায় মেট্রোরেলের ৪৩৩ নাম্বার পিলারের বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম আজাদ নামে এক পথচারী নিহত হন। 

ওই দিনই নিহত যুবকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও অন্য সদস্যকে মেট্রোরেলে চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা জানান সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।