বাসে নারীর শ্লীলতাহানির ঘটনায় হেলপার কারাগারে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:০০ এএম, ১ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ ও শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত বাসচালকের সহকারী (হেলপার) নিজাম উদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার বছিলা বাসস্ট্যান্ড থেকে র্যাব-৪ তাকে গ্রেপ্তার করে। তিনি রমজান পরিবহনের বাসের সহকারী।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক বলেন, র্যাব অভিযুক্ত নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। পরে আসামিকে থানায় হস্তান্তর করা হয়। তাকে শুক্রবার আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত অভিযুক্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ভাড়া নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার র্যাব ৪-এর মিডিয়া শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায়, গত ২৭ অক্টোবর দুপুরে ভুক্তভোগী ওই শিক্ষার্থী ধানমন্ডি ১৫ নম্বর থেকে রমজান পরিবহনে করে বছিলা আসেন। বাস বছিলা মেট্রো হাউজিংয়ের সামনে পৌঁছানোর পর বাসের সহকারী নিজাম উদ্দিন শিক্ষার্থীর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ভুক্তভোগী প্রতিবাদ করলে বাসের সহকারী ঔদ্ধত্যপূর্ণ আচরণ করাসহ তাঁকে মারধর করে। এক পর্যায়ে শিক্ষার্থী আত্মরক্ষার্থে জুতা খুলে অভিযুক্ত ব্যক্তিকে আঘাত করেন।
ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায়, বাসে ওই হেলপার এক নারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাঁর গায়ে হাত তোলেন। ঘটনাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা থাকায় তদন্তে নেমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে র্যাব-৪।
বাসে অপ্রীতিকর পরিস্থিতির শিকার বলে দাবি করে ফেসবুকে পোস্ট করেছেন সিদরাতুল মুনতাহা রহমান নামে এক শিক্ষার্থী। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আমি ভিডিওটি করছি, যেন আমার সঙ্গে কিছু হলে সবাই জানতে পারেন।’ ওই ঘটনার পর প্রশাসন তাঁর সঙ্গে যোগাযোগ করে। তিনি তাদের সঙ্গে কথা বলেছেন।
