ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৫৯:২৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভেনেজুয়েলায় মার্কিনসেনা হস্তক্ষেপের পক্ষে নোবেলজয়ী মাচাদো

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৩ নভেম্বর ২০২৫ সোমবার

মারিয়া কোরিনা মাচাদো

মারিয়া কোরিনা মাচাদো

ভেনেজুয়েলায় রাজনৈতিক উত্তেজনায় দেশটির বিরোধী নেতা ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন। এই মন্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

মাচাদো মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে বলেন, “যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি মাদুরো সরকারের পতনে সহায়তা করতে পারে।” 

তিনি আরও বলেন, “এখন যে উত্তেজনা তৈরি হয়েছে, সেটিই একমাত্র উপায় মাদুরোকে বোঝানোর যে তার পদত্যাগের সময় এসেছে।”

মাচাদো অভিযোগ করেন, মাদুরো গত বছরের নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন। তিনি জানান, ওই নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী এডমুন্ডো গনসালেজ উররুতিয়া জয়ী হয়েছিলেন, কিন্তু মাদুরো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। মাচাদো বলেন, “এটি কোনো রেজিম পরিবর্তন নয়, বরং জনগণের ইচ্ছা কার্যকর করার প্রক্রিয়া।”

ওয়াশিংটন সাম্প্রতিক মাসগুলোতে ভেনেজুয়েলার উপকূলে নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিম ক্যারিবীয় সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। অন্যদিকে, মাদুরো অভিযোগ করেছেন, মাচাদো যুক্তরাষ্ট্রের অর্থায়নে ফ্যাসিবাদী গোষ্ঠীগুলোকে সহায়তা করছেন এবং হস্তক্ষেপের মুখপাত্র হিসেবে কাজ করছেন।

রাশিয়া ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের নিন্দা জানিয়েছে এবং ভেনেজুয়েলার সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করেছে। কারাকাসের বক্তব্য, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান তাদের সার্বভৌমত্বের ওপর হামলা এবং এক ধরনের অভ্যুত্থান প্রচেষ্টা হিসেবে বিবেচিত হবে।

এই রাজনৈতিক উত্তেজনার মাঝে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ভেনেজুয়েলার পরিস্থিতির দিকে। মার্কিন সামরিক পদক্ষেপ এবং দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব আগামী মাসগুলোতে কিভাবে আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করবে, তা দেখার বিষয়। তথ্যসূত্র : ব্লুমবার্গ