ঢাকা, সোমবার ২২, ডিসেম্বর ২০২৫ ২১:৫৮:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় সেরেনার ব্যতিক্রমী উদ্যোগ

খেলাধুলা ডেস্ক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০২:১০ পিএম, ২ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ০২:১৮ পিএম, ৩ অক্টোবর ২০১৮ বুধবার

`আই টাচ মাইসেল্ফ` - বিখ্যাত এই গানটি এবার গেয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। উদ্দেশ্য ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরি করা। ব্রেস্ট ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে টেনিস তারকা সেরেনা উইলিয়াম ইন্সটাগ্রামে একটি ভিডিও দিয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি এই গানটি গাইছেন।

আমেরিকান এই টেনিস তারকার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে গানটি। `আই টাচ মাইসেল্ফ` এই গানটি ১৯৯০ সালে প্রথম রিলিজ করা হয়। তখন এই গানটির উদ্দেশ্য ছিল নারীর যৌন জীবনের আনন্দের বিষয়টি গুরুত্ব দেয়া।

কিন্তু এখন এই গানটির উদ্দেশ্যে পরিবর্তন করে রেকর্ড করা হয়েছে। মেয়েদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি আছে কিনা এটা পরীক্ষা করার কথা বলা হয়েছে।

২৩বারের গ্রান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সেরেনা লিখেছেন "এই মিউজিক ভিডিওটি আই টাচ মাইসেল্ফ প্রকল্পের অংশ। প্রথমবার এই গানটি করেন গায়িকা ক্রিসি এম্পফেল্ট। পরে তিনি ব্রেস্ট ক্যান্সারে মারা যান। তাকে সম্মান জানানো এবং একই সাথে এই গানটির মাধ্যমে নারীদের মনে করিয়ে দেয়া যে তাদের স্বাস্থ্যের বিষয়টি তাদেরকেই প্রথমে খেয়াল রাখতে হবে"।


তিনি আরো বলেছেন, গানটি রেকর্ড করতে যেয়ে তাকে তার "কমফোর্ট জোনের" বাইরে যেয়ে কাজ করতে হয়েছে। ভিডিওটির ইতিমধ্যে অনেকে প্রশংসা করেছেন। অনেকেই বলছেন উইলিয়ামস আসলেই গাইতে পারেন।

সূত্র : বিবিসি