ঢাকা, শুক্রবার ০৫, ডিসেম্বর ২০২৫ ১৬:৩৭:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সীমান্তে ১১৭ ফুট উচ্চতায় উড়ল জাতীয় পতাকা 

পঞ্চগড় প্রতিনিধি

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৩ এএম, ৫ নভেম্বর ২০২৫ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এলাকার সীমান্তে দেশের সর্বোচ্চ উচ্চতার জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) জেলা প্রশাসক সাবেত আলী পতাকা স্ট্যান্ডের ফলক উন্মোচন করেন। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলন করা হয়।

স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ছাড়াও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার প্রত্যয় এবং ভারতীয় আধিপত্যবাদ মেনে না নেওয়ার অঙ্গীকার করেন।

বাংলাবান্ধা সীমান্তের ওপারে ভারতীয় অংশে ১০০ ফুট উচ্চতায় দেশটির জাতীয় পতাকা রয়েছে। বিপরীতে এপারে বাংলাদেশ অংশে এতদিন জাতীয় পতাকা উত্তোলন হতো স্বাভাবিক উচ্চতায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে ৩০ লাখ টাকা ব্যয়ে ৩০ ফুট দৈর্ঘ্য ও ১৮ ফুট প্রস্থের পতাকা তৈরি করে আজ মঙ্গলবার ১১৭ ফুট উচ্চতায় উত্তোলন করা হলো। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত পতাকা স্ট্যান্ডসহ অবকাঠামো বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এখন উত্তরের সীমান্তে ১১৭ ফুট উচ্চতায় নিয়মিত লাল-সবুজের পতাকা উড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পঞ্চগড় পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল বলেন, ভারতের পতাকা উঁচুতে দেখে আমাদের মনকষ্ট ছিল। আজ আমাদের দীর্ঘদিনের আশা পূরণ হলো। লাল-সবুজের পতাকার মতো আমাদের সার্বভৌমত্ব মাথা উঁচু করে টিকে থাকবে।

এনসিপি নেতা সারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশে স্বাধীন পতাকা ও সার্বভৌমত্বের দিকে আধিপত্যবাদী কোনো শক্তি আর শোষণের দৃষ্টিতে তাকানোর সাহস দেখাবে না। এমন হলে চব্বিশের মতো আবারও আমরা রক্ত দিয়ে শকুনদের মোকাবিলা করব।

পঞ্চগড়-১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, দেশের সর্বোচ্চ উচ্চতার পতাকা স্ট্যান্ড তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গৌরবের পতাকা সমুন্নত রাখবে বিজিবি।

জেলা প্রশাসক বলেন, পতাকা স্ট্যান্ড উদ্বোধনের মাধ্যমে আমরা নতুন ইতিহাসের সাক্ষী হলাম। লাল-সবুজের পতাকা আমাদের গৌরব ও অহংকারের। পতাকা স্ট্যান্ড সুরক্ষায় ১০ লাখ টাকা ব্যয়ে একটি ফটক করার ঘোষণা দেন তিনি।